ছাত্রসেনা দোহাজারী পৌরসভা শাখার কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (২২ জুলাই) বিকাল ৩টায় দোহাজারী মাসুমিয়া মাদ্রাসা হলে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দোহাজারী পৌরসভা শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল’২২ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আব্দুল হাফেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যক্ষ মুফতি আল্লামা আহমদ হোসাইন আল-কাদেরী, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক)’র প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা এম এ আউয়াল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নূরের রহমান রণি, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নূর উদ্দিন ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম।
সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ সেশনের জন্য এইচ এম আনোয়ার হোসেন কে সভাপতি, মুহাম্মদ নূর হোসাইন কে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ আইয়ুব আলী কে সাংগঠনিক সম্পাদক করে ২৭জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।