ছাত্রসেনা নরসিংদী জেলা শাখার কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

গতকাল মঙ্গলবার (১৫ জুন) দুপুর ৩টায় আল্লামা পেশোয়ারী (রহঃ) অডিটরিয়মে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রসেনা সভাপতি সাইফুদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে সঞ্চালনা করেন জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক আহমদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক যুবনেতা আবু নাসের মুসা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন।
আরো বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনার স্থানীয়নেতৃবৃন্দ।
পরিশেষে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন সাইফুদ্দিন আহমদ কে সভাপতি, মেরাজ হোসাইন কে সাধারণ সম্পাদক ও মাঈন উদ্দিন হাসান কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন।