ছাত্রসেনা নোয়াপাড়া কলেজ শাখার ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

গতকাল ১৮ রমজান (শনিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ইফতার মাহফিল ছাত্রনেতা জুলহাস উদ্দীন এর সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা আমান উল্লাহ আমান, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশে লকডাউনে দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্তরাও আজ আর্থিক ও খবারের সংকটে দিন যাপন করছে তাদের জন্য ছাত্রসেনার কর্মীরা সারা দেশে সহযোগিতা অব্যাহত রেখেছে। কাতার ভিত্তিক সুন্নী সংগঠন সিরাতুল মুসতাকিম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম উত্তর জেলার উদ্দ্যেগে প্রতিদিন অসহায় মানুষের কাছে পৌছে দিচ্ছে ভালোবাসার উপহার।

মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সদস্য ছাত্রনেতা এনামুল হক মুন্না ও ছাত্রনেতা কাজী মুহাম্মদ কায়েছ উদ্দিন।

এতে আরো উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সি.সহ সভাপতি ছাত্রনেতা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ছাত্রনেতা আনিসুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হক রূদয়, অর্থ সম্পাদ মুহাম্মদ সাইমন, দপ্তর সম্পাদক রাসেল উদ্দিন, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, আরফাত হোসেন, মেহের বিন সাইয়েদ ও নিজাম উদ্দিন প্রমুখ।

পরে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Back to top button
close