ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম শাখার কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

সোমবার (১১’জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম এর প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল’২২ পরিষদের সভাপতি মুহাম্মদ মিছহাব উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম সাকিব’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পশ্চিম এর সভাপতি জননেতা আলহাজ্ব ডাঃ জামাল আহমদ মাস্টার, সংবর্ধিয় অতিথি ছিলেন
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা এইচ এম এনামুল হক।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নূরের রহমান রণি। বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আরিফুল ইসলাম ইমন।
সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ সেশনের জন্য মুহাম্মদ ওসমান কে সভাপতি, তৌহিদুল আলম সাকিব কে সাধারণ সম্পাদক ও আলী হোসাইন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।