ছাত্রসেনা পাথরঘাটা ওয়ার্ড শাখার বদর দিবস উদযাপন ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানার আওতাধীন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঐতিহাসিক গাজওয়ে বদর দিবস শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ওয়ার্ড সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির এর সভাপতিত্বে অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানার সাবেক সভাপতি ‘মাওলানা রেজাউল করিম’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের আহবায়ক ‘আলহাজ্ব আবদুস সাত্তার মোল্লা’। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের সাবেক সভাপতি ‘মুহাম্মদ মঈনুদ্দীন মোরশেদ’৷ প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর সহ-সাধারণ সম্পাদক ‘ছাত্রনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাসুম’। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানার সহ-সাংগঠনিক সম্পাদক ‘ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দিন সায়েম’। সামিউল জামাল শাফির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আসিফুর রহমান মাসুম, শহীদ উদ্দিন জিতু, মিজান, ইমতিয়াজুল ইসলাম, আয়মান, জিসমাম, জোবায়ের, ফাহিম, আবু বক্কর, ইমরান, ইরফান, মোঃ রাজা, ইফতেখার রহমান সাইম প্রমুখ।

Related Articles

Back to top button
close