ছাত্রসেনা বক্সিরহাট শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানাধীন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন ১৭’ই মার্চ’২২ইং (বৃহস্পতিবার) বাদে আসর অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দিন সায়েম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দিন ক্বাদেরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আসিফুর রহমান মাসুম। বিশেষ বক্তা ছিলেন, কোতোয়ালী থানার অর্থ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির।
মুহাম্মদ নাঈমুল হক’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ হামিদ, মুহাম্মদ হামিদ, মুহাম্মদ রিয়াজ, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ হাসান, মুহাম্মদ সামি, মুহাম্মদ মামুন,মুহাম্মদ জাহেদ প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ মহিউদ্দিন সায়েমকে সভাপতি, মুহাম্মদ মেহরাজুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মুহাম্মদ মিরাত হোসেনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ নাঈমুল হককে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।