ছাত্রসেনা বাঁশখালী উত্তরের ৬নং(ক) কাথরিয়া ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

আজ ১৫ মে’২১ (শনিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের আওতাধীন ৬নং (ক) কাথরিয়া ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রনেতা নাছির উদ্দীন সুজনের সভাপতিত্বে মুহাম্মদ নুরুন নেছারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ মিজানুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুল ইয়ানত সেল বাঁশখালী উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জমির উদ্দীন নেছারী, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সভাপতি ছাত্রনেতা শামসুল আরেফিন খালেদ, নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা খোরশেদ হাশেমি, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রসেনা ইউনিয়ন শাখার সাবেক ও বর্তমান যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।
পরিশেষে সবার সম্মতিক্রমে, মুহাম্মদ আবু তালেব নূরী কে সভাপতি, এম. দিদারুল আলমকে সাধারন সম্পাদক এবং মু. আব্দুল খালেককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ জন বিশিষ্ট শক্তিশালী কমিটি গঠন করা হয়।