ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের ৩নং খানখানাবাদ ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন

মুহাম্মদ ইমরান, বাঁশখালী

গতকাল ১৫’মে (শনিবার) বাংলাদেশ ইসলাামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের আওতাধীন ৩নং খানখানাবাদ ইউনিয়নের কাউন্সিল ছাত্রনেতা সাজ্জাদ হোসাইনের সভাপতিত্ত্বে জিহাদুল ইসলামের সঞ্চালনায় সম্পন্ন হয়েছে।


এতে সংবর্ধীয় অতিথি হিসেবে বরণ করে নেওয়া হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৩নং খানখানাবাদ ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ সাহাব উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নের সভাপতি সভাপতি মাওলানা মুনিরুল আলম আশরাফি, খানখানাবাদ ইউনিয়নের সাবেক সভাপতি সিহাব উদ্দিন ও খানখানাবাদ ইউনিয়নের সাবেক সভাপতি ছাত্রনেতা মামুন রেজাকে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাশঁখালী উপজেলার সিনিয়র সহ সভাপতি জননেতা মাওলানা আবদুর রহিম সিরাজি, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমরান খান, বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের অর্থ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নেজাম উদ্দিন রিয়াদ, নির্বাচন কমিশনার ছিলেন ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মুনির উদ্দিন।

এতে বক্তারা বলেন, ছাত্রসেনা আন্দোলন সব সময় দ্বীনের পক্ষে, ধর্মের পক্ষে। ফিলিস্তিনের মুসলমানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ছাত্রসেনা সারা বাংলাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে। ঈদের দিন প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠালগ্ন থেকে আদর্শিক ভাবে আন্দোলন করে আসছে। সকল ছাত্রসমাজ কে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনায় যোগ দেওয়ার আহবান জানান বক্তারা।

পরিশেষে জাহিদুল ইসলামকে সভাপতি, শহীদ রেজা সাধারণ সম্পাদক ও আবদুল গফুরকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৪১জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close