ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

বাঁশখালী প্রতিবেদক

“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি”

এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আজ সোমবার (২৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণের ব্যবস্থাপনায় “বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী’২১” সংগঠনের সভাপতি ছাত্রনেতা ইয়াছিন আরাফাত শাকিলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা জাহাঙ্গীরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাঁশখালী উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ আবু বকর সিকদার। এতে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও দূষণমুক্ত সবুজাভ পরিবেশ তৈরিতে বৃক্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়; বরং ধর্মীয় কারণেও মানুষকে বৃক্ষরোপণ করতে হবে। মানবদরদি প্রিয় নবী দ. পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও তা পরিচর্যার কথা উল্লেখ করে গেছেন। অতএব প্রতিটি সংগঠন ও মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে উচিত।

পরে আওতাধীন ইউনিয়ন সমূহের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইউনিয়ন প্রতিনিধিদের মাধ্যমে চারা বিতরণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন, মুহাম্মদ কাজেম রেজা,  মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ ইব্রাহিম কাদেরী, মুহাম্মদ জাকের হোসাইন, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।

Related Articles

Back to top button
close