ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণ শাখার কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (১২ জুলাই’২২) গ্রীণচিলি রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণ এর ঈদ পূণর্মিলনী ও কাউন্সিল’২২ পরিষদের সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরফাত শাকিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ মুনিরুল ইসলাম আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, যুবসেনা বাঁশখালী শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম.শহিদুল ইসলাম, যুবনেতা আরিফুল ইসলাম, ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা শওকত আলী কাদেরী, মাওলানা ফোরকান রেজা ও মাওলানা মুহিব্বুল্লাহ্। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শামসুল আরেফিন খালেদ। বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ খোরশেদ হাশেমী ও অর্থ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আ.ন.ম নাছির উদ্দিন।

পরিশেষে সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ সেশনের জন্য মুহাম্মদ ইয়াছিন আরফাত শাকিল কে সভাপতি, মুহাম্মদ হাফিজ উল্লাহ কে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ আলী আকবর কে সাংগঠনিক সম্পাদক করে ২৭জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close