ছাত্রসেনা বাগোয়ান উত্তরের বৃক্ষরোপণ কমর্সুচি’২১

কায়েছ উদ্দীন, রাউজান

“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১৪নং বাগোয়ান ইউনিয়ন (উত্তর) শাখার বৃক্ষরোপণ কর্মসূচি’২১ অত্র সংগঠনের সভাপতি জনাব মুহাম্মদ ইমদাদুল হক ইমতিয়াজ’র সভাপতিত্বে গতকাল (১ সেপ্টেম্বর) বুধবার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে বাগোয়ান ইউনিয়নের গশ্চি নয়াহাট এলাকায় নানা জাতের ফলজ চারা রোপণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিনের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ এনামুল হক মুন্না ও সহ সভাপতি জনাব মুহাম্মদ রাশেদ আলী ইমন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১৪ নং বাগোয়ান ইউনিয়ন উত্তর শাখার সুযোগ্য সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান কাদেরী, হাসান টিপু, হাফেজ মুহাম্মদ গিয়াস, ছৈয়দুল হক রিয়াজ, মনিরুল ইসলাম, হাফেজ মঈনুল হাসান, আব্দুল আরিচ, নুরে মোস্তফা, মারুফ, বেলাল, জিয়াউর রহমান, রিফন তালুকদার, আজাদ, মুছা, প্রমুখ।

Related Articles

Back to top button
close