ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন

মুহাম্মদ জাহিদুল আলম, রাঙামাটি

আজ সোমবার (২৪ মে) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলা শাখার সেনানী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন’২১ইং বটতলী আদনান কমিউনিটি সেন্টারে যুগ্ম আহব্বায়ক ওসনান গণির সঞ্চালনায় আহ্বায়ক মুহাম্মদ আরাফাতুর রহমান বাপ্পী সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ছালাউদ্দীন কাদের, জেলা প্রতিনিধি হিসেবে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, নির্বাচন কমিশন , জেলা ছাত্রসেনার আইটি সম্পাদক মুহাম্মদ জাহিদুল আলম কাদেরী, বাঘাইছড়ি উপজেলা শাখা ও বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের সেনা কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আনুগত্যের বিকল্প নেই। দক্ষ নেতৃত্ব ও আনুগত্যই পারে সংগঠনিক গতিশীলতা সৃষ্টি করতে।

পরিশেষে মুহাম্মদ ওসমান গণিকে সভাপতি, মুহাম্মদ জাহিদুল আলম কাদেরীকে সাধারণ সম্পাদক ও জোবায়েদ হোসেনকে সাংগঠনিক আনোয়ার হোসেনকে অর্থ সম্পাদক করে ৩৩জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কামেল ওলি আল্লামা ছৈয়্যদ নুর মোহাম্মদ শাহ (রহ.)’র মাজার শরিফ জিয়ারত করে দো’আ ও মুনাজাতের মাধ্যমে সেনানী সম্মেলন সমাপ্ত হয়।

Related Articles

Back to top button
close