ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার অভিষেক সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

গতকাল (১২ আগস্ট’২২) শুক্রবার দলীয় স্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার অভিষেক অনুষ্ঠান বোয়ালখালী উপজেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আরিফুল ইসলাম ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক জননেতা সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দিন। প্রধান বক্তা ও শপথ পাঠ করান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রাশেদুল হক ফারুকী। বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ছাত্রনেতা মুহাম্মদ জোবাইর হাসান তানভীর ও মুহাম্মদ আব্দুর রশিদ।