ছাত্রসেনা ভাটিয়ারী ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী
সোহরাব হোসাইন, সীতাকুন্ড

গতকাল শুক্রবার (২৮শে মে) বাদে জুমা সীতাকুণ্ডের অন্তর্গত ভাটিয়ারীস্থ মাদ্রাসায়-এ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়ায় ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রসেনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি ছাত্রসেনা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান জিকু, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ফ্রন্টের সাধারণ সম্পাদক জননেতা আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি যুবনেতা সৈয়দ জাহেদ আলম।
এতে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সভাপতি যুবনেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, যুবনেতা নুরুদ্দীন, ছাত্রসেনা ইরফানুল ইসলাম তুহিনসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এবং সংগঠনের অগ্রগতি, প্রসারতার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।।