ছাত্রসেনা ভা‌টিয়ারী ইউ‌নিয়‌নের ৩নং ওয়ার্ডের পোস্টার সাটা‌নো সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্র‌সেনা ভাটিয়ারী ইউনিয়ন এর আওতাধীন খাদেম পাড়া ৩নং ওয়ার্ড কর্তৃক ঘোষিত ওয়ার্ডব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ (৯ অক্টোবর) শনিবার ঈদে মিলাদুন্নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপল‌ক্ষে পোস্টার সাটা‌নো হ‌য়ে‌ছে।

এ‌তে ভাটিয়ারী ইউনিয়নের সাংগঠ‌নিক সম্পাদক মোজা‌হিদুল ইসলাম রানা, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ তানভীর হোসেন, সাইফুর রহমান রাব্বি, আল মোস্তফা রোমান, হৃদয় হাসান, রবিন, নুরুল ইসলাম, আহিন, মাহফুজ, সাইমন, তারিক আজিজ, আরমান, আবছার আলি, আজিজুর রহিম‌, মোহাম্মদ নাজমুল ইসলাম প্রমুখ।

Related Articles

Back to top button
close