মহেশখালীতে ছাত্রসেনা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত “অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ছাত্রসেনা মহেশখালী উপজেলা শাখা।
আজ রবিবার (৬ জুন) দুপুর ১২ টার দিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি ছাত্রনেতা হাবিব উল্লাহ বোখারী, সাংগঠনিক সম্পাদক আশেকুল ইসলাম সৌরভ, ওমর ফারুক ও আব্দুল হালিম রেজভী প্রমুখ।