ছাত্রসেনা মাদারবাড়ি ওয়ার্ডের “ভালোবাসার উপহার” তথা ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

আজ ৩ মে (সোমবার) বিকাল ৪টায় ৩০নং ওয়ার্ড আওতাধীন সদরঘাট, ইসলামীয়া কলেজ, নালাপাড়া, মালুম মসজিদ, কামাল গেইট ও বালিকা স্কুলের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ আওতাধীন সদরঘাট থানা অন্তর্ভুক্ত ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের উদ্দ্যোগে “ভালোবাসার উপহার” নামক ইফতার বিতরন কর্মসূচি সংগঠনের সভাপতি নাছির আহমেদ মিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের সদস্য আলহাজ মোহাম্মদ সরওয়ার মোরশেদ টিপু, যুবনেতা মুহাম্মদ কফিল উদ্দিন জিতু।

অতিথিরা বলেন; “ছাত্রসেনা আগেও মানবতার পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে”।

কর্মসূচীতে আরো উপস্থিত ছিলো সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইরফান, প্রচার সম্পাদক আবিদ আহমেদ, ছাত্র কল্যাণ সম্পাদক শাহাদাত আলি মাহিম, সদস্য তরিকুল ইসলাম তুষাদ, নিরব, আশফাক প্রমুখ।

Related Articles

Back to top button
close