ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
আরিফুল ইসলাম, রাজনগর

শনিবার বেলা ১১টায় মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনা দিল্লি রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ছাত্রনেতা জুবায়ের আহমদ জুবেল সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী যোবায়ের আহমদ সাহেবের সঞ্চালনায় মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জননেতা আব্দুল মুহিত হাসানী, জেলা ফ্রন্টের সাধারণ সম্পাদক কাজী কুতুবউদ্দিন সাহেব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সহ-সাংগঠনিক (বিভাগীয়) সচিব জননেতা আলী মোহাম্মদ চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত জেলা সহ সভাপতি পীরে তরিকত শাহ আলাউদ্দিন ফারুকী সাহেব, আহলে সুন্নাত নেতা প্রভাষক আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি যুবনেতা এম মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) যুবনেতা নুরুল হক চিশতি, মৌলভীবাজার জেলা ছাত্রসেনা সাবেক তিন তিন বারের সফল সভাপতি এম রাসেল মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয় আহলে সুন্নাত ওয়া জামা’আতের সাবেক নেতা এখলিম সাহেবের কবর ও সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার জিয়ারত করেন। যাওয়ার পথে আল্লামা সাহেব কেবলা সিরাজনগরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।