ছাত্রসেনা মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন
মৌলভীবাজার প্রতিনিধি

গত বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন মৌলভীবাজার চৌমুহনাস্থ দিল্লি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
মাহফুজুর রহমান মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রসেনার সভাপতি জুবায়ের আহমেদ জুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক কাজী যোবায়ের আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপস্থিত ছিলেন জেলা ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল রেজা, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মোহাম্মদ রেজা খাঁন বেহেশতী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেদওয়ানুল কালাম অভি প্রমুখ।
অনুষ্ঠানে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে আল কাওছারকে সভাপতি, আল-আমিন ক্বাদেরীকে সাধারণ সম্পাদক এবং মেরাজুল ইসলাম কাওছারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।