ছাত্রসেনা রাউজান পৌরসভার সাবেক সভাপতির জন্মদিনে পথচারীদের ইফতার বিতরণ
কায়েছ উদ্দীন, রাউজান

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভার সাবেক সফল সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মনির উদ্দীনের জন্মদিন উপলক্ষ্যে গত ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) জলিলনগর বাস স্ট্যান্ড চত্বরে পথচারী ও রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসা এতিমখানা ও হেফজখানার ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বাদে আসর হতে জলিল নগরস্থ আপন বাড়ী রেস্তোরায় ৩য় তলায় দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভার আয়োজনে সভাপতি মাওলানা মুহাম্মদ আহমদুল ইসলাম ক্বাদেরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা উত্তরের সভাপতি শহীদুল ইসলাম মামুন, ছাত্রসেনার পৌরসভার সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন, ছাত্রসেনা রাউজান দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ কায়েছ উদ্দিন, আবু রায়হান, আরফান উদ্দিন, মাওলানা জিয়াউদ্দিন, নিয়াজুর রহমান সাবিক, খোরশেদুল আলম শিপন, মাওলানা আজগর,মুহাম্মদ নজরুল, সাকিব আবদুল্লাহ, মাহফুজ আলম জীবন,ইরফাত চৌধুরী,জাহেদুল আলম শয়ন, আবদুল করিম সিরাজী, রায়হান উদ্দিন,মুহাম্মদ ইয়াছিন, আকিব হাসান, মুহাম্মদ হামিম ও সাকলাইন রিজভী প্রমুখ।
পরিশেষে হাজীপাড়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ মুহিব উল্লাহ নকশবন্দি’র মোনাজাত পরিচালনা মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।