ছাত্রসেনা রাউজান পৌরসভা ও উপজেলার (উত্তর) আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন 

কায়েছ উদ্দিন, রাউজান

গতকাল (শনিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা ও উপজেলা উত্তরের যৌথ ব্যবস্থাপনায় রাউজান সদরস্থ দারুল ইসলাম কামিল মাদরাসা হলরুমে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পৌরসভার সভাপতি মুহাম্মদ আহমদুল ইসলাম কাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাউজান পৌরসভার সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ সিরাজুল ইসলাম চিশতি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার মুদাররিস মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, বিশেষ অতিথি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি সংসদের উপদেষ্টা কাজী মারুফুল ইসলাম।

পৌর ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা কে.এম আজাদ রানা, বিশেষ বক্তা ছিলেন জেলার সহ-সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, রাউজান পৌরসভার সাবেক সভাপতি মুহাম্মদ মনির উদ্দীন, রাউজান দক্ষিণের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদিন জাবেদ, রাউজান উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসাইন, পৌরসভার সিনিয়র সহ-সভাপতি সৈয়্যদ মুহাম্মদ মুহিব উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ আসিফ, রাউজান দক্ষিণের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক কায়েছ উদ্দিন, পৌর সাংগঠনিক মুহাম্মদ আরফান উদ্দিন, নজরুল ইসলাম, ইরফাত হোসেন, আবদুল করিম সিরাজী, সিরাজুল ইসলাম, রবিউল হোসেন, জাহেদুল আলম শয়ন, আবদুল হামিদ, আবদুর রহিম, সাকলাইন রিজভী, আবদুর রহমান, আবু সুফিয়ান সাব্বির, হামজা জামিল, শাহাদাত হোসেন, আশরাফ রিয়াদ এবং রাউজান পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button
close