ছাত্রসেনা রাউজান পৌরসভা শাখার গরিব-দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
কায়েছ উদ্দীন, রাউজান

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপে পুরো বিশ্ব আজ কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিরাজ করছে সংকটকালীন পরিস্থিতি। করোনার এ সংকটকালীন সময়ে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা শাখার ব্যবস্থাপনায় “ইফতার সামগ্রী” বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল ২৭ এপ্রিল (মঙ্গলবার) ১৪ রমজান সকাল ১০:০০ ঘটিকা হতে রাউজান জলিলনগর আবছার মার্কেটস্থ খানকাহ শরীফে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভার সভাপতি ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ আহমদুল ইসলাম কাদেরীর সভাপতিত্বে ‘ইফতার সামগ্রী’ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সভাপতি ও কদলপুর হামিদিয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসার সম্মানিত অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী (মঃজিঃআঃ), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস আনসারি, প্রধান বক্তার বক্তব্যে রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম নঈমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাউজান উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ফোরকান আল-কাদেরী, এতে আরো বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম, পৌর ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন।
এসময় বক্তরা বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ধর্মীয় দৃষ্টিকোণে প্রত্যেক মুসলিমকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত ভাবে এই মহামারি কে মোকাবেলা করার জন্য সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রত্যেকে মেনে চলতে হবে। পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সতেচনতার কোন বিকল্প নেই,মানবতার কাজে স্বাবলম্বীদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।
এতে উপস্থিত মাহফুজুল আলম জীবন, ইরফাত চৌধুরী,আরিফ বিল্লাহ,রিদোয়ান রিদয়ী,আবদুল করিম সিরাজী,মুহাম্মদ রিদোয়ান,আমিনুল ইসলাম,সিরাজ চৌধুরী, মুহাম্মদ ইয়াছিন, সাকলাইন রিজভী,আবুল হোসেন, মুহাম্মদ রাসেল,মুহাম্মদ তাওসিফ রেজা প্রমুখ।
পরিশেষে দেশবাসীর সমৃদ্ধি কামনা মোনাজাতে মাধ্যমে কর্মসূচি সমাপ্ত