ছাত্রসেনা রাঙ্গামাটি জেলার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাহিদুল আলম, রাঙ্গামাটি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলার উদ্যোগে সংগঠনের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, খলিফাতুর রাসুল(দ.),আফযালুল বাশার বা’দাল আম্বিয়া হযরত সৈয়্যদেনা আবু বকর ছিদ্দিক (রা.) এবং সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গামাটি জেলা কার্যালয়ে ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের সভাপতি শাহজাদা মোহাম্মদ আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জননেতা আল্লামা এম এ মুস্তফা হেজাজী।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গামাটি জেলা সভাপতি জনাব মুহাম্মদ আলী খাঁন, অর্থ সম্পাদক জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম, ছাত্রসেনার সাবেক সভাপতি জনাব মুহাম্মদ তারেক আজিজ,সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আবদুর রহমান প্রমুখ।
পরিশেষে দেশ-জাতির সুখসমৃদ্ধি কামনা ও করোনা এবং ওমিক্রন থেকে মুক্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়েছে।