ছাত্রসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

গত বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৩ টায় উপজেলার মরিয়ম নগরস্থ জিলানী কমিউনিটি সেন্টারে সংগঠনের প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
রবিউল মোস্তফা রাফি ও আবু আহাদের যৌথ সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নাসির উদ্দীন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ রাঙ্গুনিয়া (মধ্যম দক্ষিণ) সভাপতি হাফেজ সৈয়দ রুহুল আমিন আল কাদেরী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী আকবর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিল্প ও বাণিজ্য বিষয়ক সচিব পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আল কাদেরী, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা করিম উদ্দীন নুরী, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নবীর হোসেন, মুহাম্মদ ইমাম উদ্দীন, কাজী মুহাম্মদ কামরুল হাসান শামীম, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আজিম উদ্দীন আহমেদ, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতারের সভাপতি মুহাম্মদ দিদারুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাসান, সাধারন সম্পাদক মুহাম্মদ আকতার হোসেন, ছাত্রসেনা সাবেক সভাপতি মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী, মুহাম্মদ ছানাউল্লাহ, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই শাখার অর্থ সচিব qমুহাম্মদ হাসান মনসুর, রাঙ্গুনিয়া প্রবাসী গাউসিয়া পরিষদের সাধারন সম্পাদক মুহাম্মদ হারুন বিন ইউসুফ, ইউনাইটেড রাঙ্গুনিয়া সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা নঈম উদ্দিন আল কাদেরী, অর্থ সচিব মোস্তফা রেজা ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তরের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন, ছাত্রসেনা রাউজান দক্ষিণ এর সাধারণ সম্পাদক কায়েছ উদ্দীন প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন নাহিদ সভাপতি মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি সাধারণ সম্পাদক ও মাওলানা নঈমুল হক নঈমীকে সাংগঠনিক সম্পাদক করে ২০২২-২০২৩ সেশনের জন্য মোট ৪১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনির উদ্দীন।