ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার রাতভর সাহরি বিতরণ
মোজাম্মেল হোসাইন, চাঁদপুর

আজ ৮ মে’২১ (শনিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের ব্যবস্থাপনায় সাহরি বিতরণ কর্মসূচি সভাপতি ছাত্রনেতা কামরুল হাসান বাবুর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানের মসজিদে অবস্থানকারী শতাধিক মু’তাক্বিফ ও অসহায়-দুঃস্থ মানুষের মাঝে সাহরি বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদা মোহাম্মদ বাদরুদ্দোজা আল-কাদেরী।
বিতরণ শেষে শাহরাস্তি উত্তর সেনানীদের সাথে সাহরি গ্রহণের পর হযরত আল্লামা আবিদ শাহ্ আল মাদানী (রঃ) ও হযরত মাদ্দাখাঁ (রঃ)’র মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।