ছাত্রসেনা সিলেট জালালাবাদ থানা শাখার মাস্ক বিতরণ
হোসাইন আহমদ রণি, সিলেট

দেশে করোনা-সংক্রমণ মারাত্নকভাবে বেড়ে যাচ্ছে অথচ দেশের সিংহভাগ জনগণই এখনো অসচেতন এমন পরিস্থিতিতে গণ-সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল ২১ এপ্রিল (বুধবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট জালালাবাদ থানা শাখার ব্যবস্থাপনায় থানাধীন তেমুখি পয়েন্টে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মাস্ক বিতরণ প্রসঙ্গে ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার সভাপতি,ছাত্রনেতা মুহাম্মদ আলী জাবের জানান, অসচেতন সমাজকে সুরক্ষার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে সচেতন-সমাজ;বিশেষত, শিক্ষিত সম্প্রদায়। আর,এ-ক্ষেত্রে ছাত্রসংগঠনগুলোর অগ্রণী ভূমিকা বাঞ্চনীয়।
এবং ছাত্রনেতা আলী জাবের বলেন, কর্মহীন অসহায় মানুষদের সহায়তার জন্যও প্রচেষ্টা চালাচ্ছে ছাত্রসেনা। এ-দুর্যোগকালে সর্বত্র বিত্তবানগণ অসহায়দের পাশে দাঁড়ানো অত্যাবশ্যক।
তেমুখি পয়েন্টে মাস্ক বিতরণে সংযুক্ত ছিলেন ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।