ছাত্রসেনা সুনামগঞ্জ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

গত শনিবার (৩ই এপ্রিল) সকাল ১১ঘটিকার সময় হালুয়াঘাট বাজার সংলগ্ন মাঠে “বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সুনামগঞ্জ জেলা শাখা” এর বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সর্বপ্রথম ছাত্রনেতা মোহাম্মদ খাইরুল আমিন এর কোরআন তেলওয়াত ও মোহাম্মদ ছদরুল আমিন এর নাতে রাসুল (সাঃ) এর মাধ্যমে শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে দলিয় সংগীত পরিবেশন করেন, মোহাম্মদ আবু মুসা। এবং জাতীয় সংগীত পরিবেশন করেন, মোহাম্মদ নাসির উদ্দীন ও মোহাম্মদ জালাল উদ্দীন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ছাত্রসেনা সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ কাউসার আহমেদ।প্রধান বক্তা হিসেবে ছিলেন, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ- সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুস সবুর ইমন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সুরমা ৭নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মানিক মিয়া ও মোহাম্মদ সাদ্দাম হোসেন।

উক্ত অনুষ্ঠানে পূর্বের কমিটির মেয়াদ শেষ ঘোষণা করা হয়েছে। এবং সর্বসম্মতিক্রমে, মোহাম্মদ খাইরুল আমিন (সভাপতি), মোহাম্মদ ছদরুল আমিন (সাধারণ সম্পাদক) ও মোহাম্মদ রমজান আলী (সাংগঠনিক সম্পাদক) করে নতুন কমিটি ঘোষণা রা হয়।

Related Articles

Back to top button
close