ছাত্রসেনা হাটহাজারী উপজেলা দক্ষিণের উদ্যোগে শহীদ সাইফুল দিবস পালিত

মিনহাজ উদ্দিন, হাটহাজারী

শহীদ সাইফুল দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী উপজেলা দক্ষিণের উদ্যোগে স্মরণ সভা গতকাল ৩ মে (সোমবার) ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রসায় সংগঠনের সভাপতি মুহাম্মদ জাবেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক হাসান রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি জামাল উদ্দীন কাদেরী, উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার যুগ্ন সম্পাদক মুহাম্মদ সেকান্দর মিঞা, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি মাষ্টার মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ ওয়াহিদুল আলম, ফরিদুল আলম, নাছির উদ্দীন রুবেল, হাফেজ জয়নুল, মুছা কাজেম, আব্দুল্লাহ আল ফারুক, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দীন কাদেরী বলেন, শহীদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ৮ বছর অতিক্রান্ত হলেও এখনও হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়। এভাবে বিচারহীনতার সংস্কৃতির কারণে জনগণ দেশের আইনের উপর আস্থা হারাচ্ছে। তাই জণগণকে দেশীয় আইনের প্রতি আস্থা ফেরানোর জন্য শহীদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডেরসহ সকল হত্যাকাণ্ডের বিচার শেষ করার দাবী জানান তিনি।

পরে শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ হাসান রেজা, ফুরকান উদ্দীন, মহি উদ্দীন, আরিফ আজাদ, মামুন, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, কাউছার, রুবেল, পারভেজ প্রমুখ।

উল্লেখ্য, গত ২০১৩ সালের ২৬ এপ্রিল চট্টগ্রামে হেফাজত ইসলাম কর্তৃক হামলার শিকার হয়ে একসপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শাহাদাতরবণ করেন।

Related Articles

Back to top button
close