ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার বৃক্ষ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

‘বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’ হাটহাজারী পৌরসভার উদ্যোগে বৃক্ষ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সহ-সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে হাটহাজারী নোমানীয়া মাদ্রাসা হল-এ গতকাল (১২আগষ্ট) শুক্রবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জননেতা জনাব সেকান্দর মিয়া। উদ্বোধক ছিলেন হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সাবেক সভাপতি ফয়সাল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক ফারুক হোসাইন। সংবর্ধেয় অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক সাহেদুল আলম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন মহিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ সোলাইমান।
এতে প্রধান অতিথি বলেন- বৃক্ষের সাথে জীবজগতের সুনিবিড় সম্পর্ক বিদ্যমান। বিস্তৃত বনাঞ্চলের বৃক্ষ জলীয়বাষ্পপূর্ণ বায়ুকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায়। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে বৃক্ষ অক্সিজেন ছেড়ে দেয়, যা মানুষ ও অন্য প্রাণীকুল শ্বাস-প্রশ্বাসের জন্য গ্রহণ করে। পরিবেশের প্রতিকূলতা দূর করে সুস্থ ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপন অতীব গুরুত্বপূর্ণ।
বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়নের এ যুগে নির্বিচারে বৃক্ষনিধনের ফলে পৃথিবী আক্রান্ত হচ্ছে প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগে। সেটি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহেদ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রুবেল, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. জাহেদুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম রায়হান, হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সভাপতি আলী আকবর।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মুরশেদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক কুতুব উদ্দিন জিষার, দপ্তর সম্পাদক এস,এম জাহেদ সরোয়ার, দাওয়া সম্পাদক হান্নান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহেদুল ইসলাম মুন্না, তথ্য প্রযুক্তি সম্পাদক আলী আকবর, আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আবু হানিফ, মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক আব্দুল কাইয়ুম, স্কুল বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ আলী আকবর, নির্বাহী সদস্য দিদারুল ইসলাম জিসান, আলাউদ্দিন, আবু ছালেহ, মোহাম্মদ মুস্তফা কালাম প্রমুখ।