ছাত্রসেনা হালদারকূল ইউনিট শাখার কাউন্সিল সম্পন্ন

মিজানুর রহমান মুন্না, ফটিকছড়ি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার আওতাধীন ৯নং ওয়ার্ড (হালদারকূল) শাখার ব্যবস্থাপনায় পীরে ত্বরীকত আল্লামা মুফতি ইদ্রিস রজভী (রহ.),  শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র স্মরণ সভা ও অত্র ইউনিট শাখার কাউন্সিল অধিবেশন’২১ গতকাল (১০ সেপ্টেম্বর) জুমাবার বেলা ২টা থেকে আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে ইউনিট সভাপতি নাহিদুল ইসলাম হামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার মাওলানা আবুল মনসুর, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার যু্গ্ম-সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসেন তাহেরী।

সাইফুল ইসলাম সাকিবের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ ফরহাদুল ইসলাম, তাহেরুল করিম সাগর, হাফেজ মিনহাজ, রিদুয়ান সিদ্দিকী, সৈয়দ হান্নান শাহ্ প্রমুখ।

পরে কাউন্সিল অধিবেশের কাউন্সিলর ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নওশাদুল আলম সর্বসম্মতিক্রমে নাহিদুল ইসলাম হামীমকে-সভাপতি, সাইফুল ইসলাম সাকিবকে-সাধারণ সম্পাদক ও নুরুল আবছার তারেককে-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০২১-২২ সেশনে কার্যকরী পরিষদ ঘোষণা করেন।

Related Articles

Back to top button
close