ছাত্রসেনা হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

নয়ন হাসান আবিদ, নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজ শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তারিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক যুবনেতা মুহাম্মদ আবুল কালাম। সংবর্ধীয় অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নূরের রহমান রণি ও কলেজ শাখার সাবেক সভাপতি ও বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রাশেদুল হক ফারুকী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নুর উদ্দীন। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও সদস্য ছাত্রনেতা মুহাম্মদ মোজাম্মেল হক শাহেদ।

সর্বশেষ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজ ২০২১-২২ইং সেশনের জন্য মুহাম্মদ জোবাইর হাসান তানভীর কে সভাপতি, মুহাম্মদ সাফায়াত আবির কে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ নয়ন হাসান আবিদ কে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ আজিজুর রহমান সাগর কে অর্থ সম্পাদক করে ২৭ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Related Articles

Back to top button
close