ছাত্রসেনা ৩নং রায়পুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

গত শনিবার (১১ সেপ্টেম্বর’২১) সকাল ৯ টা হতে রায়পুর গাউসিয়া হাশেমীয়া দাখিল মাদ্রাসা অডিটেরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা পশ্চিম পরিষদের আওতাধীন ০৩নং রায়পুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল এবং অভিষেক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রনেতা মুহাম্মদ নেজাম উদ্দিন এর সভাপতিত্বে ও হাফেজ মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় ক্বারী হাফেজ মুহাম্মদ তৌহীদ রেজার কোরআন তেলাওয়াত ও যৌথ সেনা সংগীতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া হাশেমীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সোলায়মান আল কাদেরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সাবেক সভাপতি মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী, হাফেজ মাওলানা নুরুল আলম, মাওলানা আব্দুল মান্নান, মাষ্টার নুরুল ইসলাম, যুবনেতা মোহাম্মদ মুনিরুল ইসলাম, যুবনেতা হাফেজ মোহাম্মদ নুর, মুহাম্মদ নুরুল করিম রিপন, এম আবু সালাম।

উক্ত সম্মেলনে অত্র ইউনিয়নের সাবেক সভাপতিবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

পরিশেষে কাউন্সিল অনুষ্ঠানে হাফেজ মুহাম্মদ হোসাইন (সভাপতি), মুহাম্মদ মামুনুর রশিদ তাহেরী (সাধারণ সম্পাদক), মুহাম্মদ জাবের আলী (সাংগঠনিক সম্পাদক), মুহাম্মদ নকিব (অর্থ সম্পাদক), সৈয়দ মুহাম্মদ শাহরিয়া (প্রচার সম্পাদক) হিসেবে নির্বাচিত করে ৩নং রায়পুর ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close