ছাত্রসেনা ৪নং কাপ্তাই ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন
আহমদ সুজাত, কাপ্তাই প্রতিনিধি

গতকাল (৮ জুলাই) শুক্রবার ঢাকা কলোনী জামে মসজিদ প্রঙ্গনে ছাত্রসেনা মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে অনুষ্টিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাপ্তাই উপজেলা শাখার সম্মানিত সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ বায়েজিদ হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহমদ সুজাত, ওয়াজেদ আলী সজিব।
পরিশেষে মোহাম্মদ হাসানকে সভাপতি, মোহাম্মদ নুরনবীকে সহ-সভাপতি, মো. আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক, মো. মাহফুজ আলমকে সাংগঠনিক সম্পাদক ও নিজাম উদ্দিন সজিবকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৪ নং কাপ্তাই ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।
এতে প্রধান অতিথি ছাত্রনেতা মোহাম্মদ বায়েজিদ হোসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ এর উপর ছাত্রসেনার কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং প্রধান বক্তা আহমদ সুজাত বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার লক্ষ্য উদ্দেশ্য, মুলনীতি নিয়ে আলোচনা করেন এবং ছাত্রনেতা ওয়াজেদ আলী সজিব রাসুল(দঃ) এর আদর্শ ও ছাত্রসেনার পথ নিয়ে আলোচনা করে।
সর্বশেষ মোহাম্মদ আরিফুল ইসলাম এর সঞ্চালনা ও মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে এবং মোহাম্মদ শরিফুল ইসলাম এর মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত এর মাধ্যেমে অনুষ্টান এর সমপ্তি হয়।