ছাত্রসেনা ৪ নং বাহারচরা ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন
এইচ এম নেজাম উদ্দীন, বাঁশখালী

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৪ নং বাহারচরা শাখার ব্যবস্থপনায় ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল অধিবেশন সংগঠনের সভাপতি এইচ এম নেজাম উদ্দীন রিয়াদের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মুফতি আবুল কাশেম তাহেরী, প্রধান অতিথি ছিলেন ওডিবির অর্থ সম্পাদক, প্রকৌশলী তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি যুবসেনা ৪ নং বাহারচরা ইউনিয়ন শাখার সভাপতি, যুবনেতা খায়রুল বশর, ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি, ছাত্রনেতা মুহাম্মদ শফিউল বশর, ছাত্রনেতা হুমায়ুন কবির,ওয়াকিল আহমেদ চৌধুরী, আব্দুল আলিম রজভী,আবু বক্কর, প্রধান বক্তা উপজেলা ছাত্রসেনা সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শহীদ রেজা, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রনেতা নুরুল মোস্তফা সাদাত।
অনুষ্ঠানে বক্তারা অহিংস ছাত্ররাজনীতি চর্চায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পতাকাতলে আসার জন্য দেশের ছাত্রসমাজকে উদার্ত আহ্বান জানান।
পরিশেষে সবার সম্মতিক্রমে ছাত্রনেতা কাজী শাহেদকে সভাপতি,সৈয়দ হালিমকে সাধারণ সম্পাদক, আবু নাঈমকে সাংগঠনিক সম্পাদক করে ২০২২-২৩ সেশন ঘোষণা করেন।