ছাত্রসেনা ৬নং(ক) কাথরিয়া ইউনিয়ন শাখার ঈদ পূণর্মিলনী ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন 

এইচ এম নেজাম উদ্দীন, নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের আওতাধীন ৬নং(ক) কাথরিয়া ইউনিয়ন শাখার ব্যবস্হাপনায় ঈদ পুনর্মিলনী ও কাউন্সিল অধিবেশন সংগঠনের সভাপতি আবু তালেব নূরীর সভাপতিত্বে প্রচার সম্পাদক মাহমুদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, বাঁশখালী উপজেলার সিনিয়র সহ-সভাপতি, বাঁশখালী হামেদীয়া রহিমা ফাযিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ, আল্লামা জমির উদ্দীন নেছারী।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সাবেক সভাপতি প্রকৌশলী মুহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি যুবসেনা ৬নং কাথরিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক যুবনেতা মনিরুল হাসান কামালী, সাংগঠনিক সম্পাদক যুবনেতা কফিল উদ্দীন খাঁন শামীম, ছাত্রসেনা কাথরিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন সুজন, ছাত্রনেতা মুহাম্মদ ইলিয়াছ, ছাত্রনেতা মুহাম্মদ আবু নাঈম, ছাত্রনেতা সৈয়দ হালিম প্রমুখ।

প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রসেনা সাধারণ সম্পাদক এইচ এম নেজাম উদ্দীন রিয়াদ, নির্বাচন কমিশনার ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, বিশেষ বক্তা ছিলেন উপজেলা শাখার ছাত্র কল্যাণ সম্পাদক ছাত্রনেতা নুরুল মোস্তফা সাদাত।

অনুষ্ঠানে বক্তারা অহিংস ছাত্ররাজনীতি চর্চায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পতাকাতলে আসার জন্য দেশের ছাত্রসমাজকে উদার্ত আহ্বান জানান।

পরিশেষে সবার সম্মতিক্রমে ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ আমজাদ হুসাইনকে সভাপতি, এম. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ সোহাইল উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট (২০২২-২৩সেশন) প্যানেল ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close