জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন রোধে বৃক্ষরোপণ জরুরি
ছাত্রসেনা পটিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের বৃক্ষরোপণে বক্তারা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ১৩ জুলাই (মঙ্গলবার) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
কর্মসূচি উদ্বোধন করেন ছাত্রসেনা পটিয়া পৌরসভার সিনিয়র সহ সভাপতি ইফতেখার হোসাইন মিশু ও সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক এম. নাজমুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রসেনার অর্থ সম্পাদক মিনহাজ উদ্দীন জিহান, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজিজ হাসান সাকিব, সদস্য মুহাম্মদ তামিম।
এসময় ইফতেখার হোসাইন মিশু বলেন, জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে উষ্ণতাও বাড়ছে অস্বাভাবিকভাবে। তাই জলবায়ুর এ অস্বাভাবিক পরিবর্তন রোধে বৃক্ষরোপণ কর্মসূচি জরুরি। পরে কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজ বিভিন্ন ধরনের চারা রোপণ করা হয়।