জালালাবাদে ছাত্রসেনার কোভিড-১৯ ভ্যাক্সিন নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইয়াসিন সাকিব, বায়েজিদ থানা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বায়েজিদ থানার আওতাধীন ২নং জালালাবাদ ওয়ার্ডের ব্যবস্থাপনায় বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাক্সিন নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গতকাল (৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ২নং ওয়ার্ডের বালুছড়া এবং বটতল ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।

এ গণমুখী কার্যক্রম পরিদর্শেন আসেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বায়েজিদ থানা শাখার সাধারণ সম্পাদক কাযী মাওলানা খালেদুর রহমান হাশেমী। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্র সমাজের অধিকার আদায়ের পাশাপশি বিভিন্ন জনসেবামূলক কাজ করে আসছে।তিনি ছাত্রসেনার এ কাজের ভূয়সী প্রশংসা করেন।

ছাত্রসেনা ২নং জালালাবাদ ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ নুরুন নবী হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিদর্শন করে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ নাইম উদ্দীন, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল সহ ২নং ওয়ার্ড ছাত্রসেনার নেতাকর্মীরা।

Related Articles

Back to top button
close