টিকা ব্যবস্থায় স্বচ্ছতা আনুন -ছাত্রসেনা বায়েজিদ থানার কাউন্সিলে বক্তাগণ
বায়েজিদ থানার প্রতিনিধি

অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি সহ সবধরণের অব্যবস্থাপনা রোধ করে টিকা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে।
আজ রবিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বায়েজিদ থানা শাখার কাউন্সিলে বক্তাগণ এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তাগণ আরও বলেন, করোনা সংকটে সরকার নিজেকে সফল দাবি করলেও তারা চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে। করোনার শুরু থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতি এখন মানুষের মুখে মুখে রয়েছে। দক্ষিণ এশিয়ায় টিকা ব্যবস্থায় রয়েছে সবার নিম্নে। গত ৭ই আগস্ট থেকে দেশব্যাপী গণটিকা দেওয়ার কথা বলে সরকার জনগণকে প্রতারিত করেছে। এক সপ্তাহ টিকা দেওয়ার কথা বলে জনগণকে এক দিনও সফলভাবে টিকা দিতে পারেনি। টিকা কেন্দ্রগুলোতে দুর্নীতি,স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে দ্রুত টিকা দেওয়ার দাবী জানানো হয়।
পরিষদের সহ সভাপতি জাহাঙ্গীর রেযার সভাপতিত্বে এবং নুরুন নবী হায়াতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ বায়েজিদ থানা শাখার সাধারণ সম্পাদক কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মনির উদ্দিন, মুহাম্মদ ফোরকান রেযা ছাত্রনেতা মঈন উদ্দীন কাদেরী, ছাত্রনেতা নাঈম উদ্দীন।
পরে সর্বসম্মতি ক্রমে হুমায়ুন পারভেজকে সভাপতি, তোফাজ্জল হোসাইন আকিলকে সাধারণ সম্পাদক এবং ইয়াছিন উদ্দীন সাকিব কে সাংগঠনিক সম্পাদক করে ২১-২২ সেশনের নতুন প্যানেল ঘোষণা করা হয়।