টুকের বাজারে ছাত্রসেনা জালালাবাদ থানার মাস্ক বিতরণ
হোসাইন আহমদ রণি, সিলেট

কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর থেকেই দেশব্যাপী নানামুখী ক্যাম্পেইন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। তাঁরই ধারাবাহিকতায় ছাত্রসেনা সিলেট জেলা শাখার আওতাধীন জালালাবাদ থানা শাখাও কাজ চালিয়ে যাচ্ছে অবিরত।
স্বাস্থ্য-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির একটি বিনামূল্যে মাস্ক বিতরণ।তাঁর অংশ হিসেবে গতকাল (২৭ এপ্রিল) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার ব্যবস্থাপনায় থানাধীন টুকের বাজার এলাকায় মাস্ক বিতরণ সম্পন্ন হয়েছে।
ছাত্রসেনা জালালাবাদ থানা শাখার সভাপতি, ছাত্রনেতা মুহাম্মদ আলী জাবেরের নেতৃত্বে ছাত্রসেনার এক প্রতিনিধি দল এতে সংযুক্ত ছিলেন।