ড. আল্লামা আবদুল্লাহ আল মারুফের সুস্থতা কামনায় খতমে কুরআন ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিনিধি

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কো-চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠা আহবায়ক, সেনা সঙ্গীতের রচিয়তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের অধ্যাপক, ওআইসির ফিকহ একাডেমীর বাংলাদেশ একমাত্র প্রতিনিধি ড. আবদুল্লাহ আল মারুফ’র সুস্থতা কামনায় আজ ১৩ এপ্রিল সন্ধ্যা ৬ টায় পটিয়ার দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে খতমে কুরআন ও মিলাদ মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ জিলানী।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মঞ্জরুল ইসলাম, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রাশেদুল হক ফারুকী, সদস্য এম. নাজমুল হক চৌধুরী, বাহার উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ড. আব্দুল্লাহ আল মারুফ অসুস্থ হয়ে ঢাকা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
তাঁর সুস্থতা ও আহলে সুন্নাত ওয়াল জমা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার অসুস্থ সকল নেতৃবৃন্দ এবং করোনা মহামারী থেকে যেন মহান আল্লাহ তালা দেশবাসীকে রক্ষা করেন তার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ও আওতাধীন শাখা দিনব্যাপী স্ব স্ব স্থানে খতমে কুরআন আদায় করেন। সর্বশেষ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও মুনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত হয়।