দারিদ্র ও অসহায়দের মাঝে নগর দক্ষিণ ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সাহরী বিতরণ

নাঈমুল হক, চট্টগ্রাম

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর উদ্যোগে নগরীর অলি গলিতে আজ রান্না করা খাবার(সাহরী) বিতরণ করা হয়েছে।

বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর সহ সভাপতি গিয়াস উদ্দীন নিজামী, সহ-সাংগঠনিক মুহাম্মদ আলমগীর বঈদী, যুবসেনা নগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীন, এস এম শাহজাহান বাদশা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নির্বাহী সদস্য কাজী মুহাম্মদ আরাফাত, নগর দক্ষিণ ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আমির হোসেন, মুহাম্মদ আসিফুর রহমান প্রমুখ।

বিতরণ প্রাক্কালে ইসলামী ফ্রন্ট নগর দক্ষিণ সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আলমগীর বইদী বলেন, মানুষের জন্য মানুষ হয়ে কাজ করতে পারার মধ্যে আনন্দ নিহিত থাকে। পবিত্র রমজান মাসে মানুষের হকটুকু আদায়ের চেষ্টায় ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ সম্মিলিতভাবে প্রচেষ্টা করছে। পথে পথে অসহায় দুস্হ রোজাদারকে খাবার(সাহরি) ব্যবস্থা করার মাধ্যমে তাঁরাও শান্তিতে রোজা পালন করতে পারবে এবং ইবাদতের মাসে সকল শ্রেণির ইবাদত পালনের মাধ্যমে আমরা এই বৈশ্বিক মহামারী থেকে রক্ষা পাবো।

Related Articles

Back to top button
close