দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নবী আদর্শের পতাকাবাহী সুফিধারার শান্তিপ্রিয় সংগঠন৷ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক দাঙ্গাবাজীর বিপরীতে অপ্রতিরোধ্য প্রাচীর গড়ে তুলতে গিয়ে ছাত্রসেনার বহু নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। ২০১৬ সালে যখন কিছু নামধারী ইসলামী সংগঠন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায় তখন ছাত্রসেনা টেকনাফ থেকে তেঁতুলিয়া সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী রোড মার্চের আয়োজন করে ছাত্রজনতাকে জঙ্গিবাদ হতে সচেতন করে।
পূর্ণাঙ্গ যাচাই-বাছাই না করে দেশের একটি দৈনিক পত্রিকা কালের কণ্ঠ ২৩ তারিখে কুমিল্লার পূজামণ্ডপে কুরআন শরিফ রাখার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে ছাত্রসেনার সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ এ দুই ব্যক্তির সাথে সংগঠনের কোন সম্পৃক্ততা নেই৷ তারা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কোন স্তরের দায়িত্বশীল, কর্মী কিংবা সমর্থক নয়। এমন একটি মিথ্যা বানোয়াট তথ্যের প্রতিবাদ জানিয়ে ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মারুফ রেজা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন বলেন- ‘দেশের এই ক্রান্তিলগ্নে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে একদল অত্যুৎসাহী মুসলিম নামধারী সাম্রাজ্যবাদের দালালরা যখন স্বাধীন সার্বভৌম শান্তি সম্প্রীতির বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে, ঠিক তখনই আমরা শান্তিকামী সুফিধারায় বিশ্বাসী, ইসলামের সঠিক রূপরেখার অনুসারী ছাত্রদের নিয়ে এসব দাঙ্গাবাজদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করছি। অথচ দুঃখজনক বিষয় দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকে আমাদের সংগঠনকেই কুমিল্লার ঘটনায় সম্পৃক্ত করা হয়েছে। অথচ এ তথ্যের কোন সূত্র উল্লেখ করা হয়নি৷ সেসাথে পূর্ণাঙ্গ যাচাই-বাছাই ব্যতীত এমন উদ্ভট তথ্য উপস্থাপন উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। সংবাদ প্রতিবেদক স্বেচ্ছাচারীতার আশ্রয় নিয়েছে ও নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হয়নি৷ অবশ্যই সংবাদটি প্রকাশের পূর্বে পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের প্রয়োজন ছিল৷
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চল্লিশ বছরে পথচলায় যখন শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে পুরো দেশব্যাপী ছাত্রজনতার আস্থাশীল সংগঠনে রূপান্তরিত হয়েছে ঠিক তখনই এমন একটি উদ্ভট তথ্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের সুযোগ করে দেয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে অপপ্রচারের৷ সংবাদে উল্লিখিত ব্যক্তিদ্বয়ের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কোন সম্পৃক্ততা নেই। আমরা প্রকাশিত এই মিথ্যা বানোয়াট ভুল সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। সেসাথে সরকারের নিকট এ আহ্বান জানাই কুমিল্লার পূজামণ্ডপে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কুরআন শরিফ রেখে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করা সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক৷