নরসিংদীতে ছাত্রসেনার মানববন্ধন ও নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (৩ জুন) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নরসিংদী সদর থানা ছাত্রসেনার মানববন্ধন কর্মসূচি ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সদর থানা ছাত্রসেনার সভাপতি মাঈনউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন সদর থানা ছাত্রসেনার সাধারণ সম্পাদক শেখ ফয়সাল।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা ছাত্রসেনার সভাপতি সাইফুদ্দিন আহমদ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।