বিভিন্ন উপজেলায় আল্লামা ফারুকী হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি

নরসিংদী জেলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সাবেক প্রেসিডিয়াম সদস্য, চ্যানেল আইয়ের জনপ্রিয় কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) এর হত্যার বিচার বিলম্বিত হওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (২৫শে আগস্ট) বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

নরসিংদী সদর-
নরসিংদী সদরে সাইফুদ্দিন আহমদ এর নেতৃত্বে জেলার সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন হাসান ও ইমরান হোসাইন।

শিবপুর উপজেলা-
শিবপুর উপজেলায় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ওয়ালিউল্লাহ মোল্লা ও শেখ ফয়সাল।

রায়পুরা উপজেলা-
রায়পুরা উপজেলায় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, আল আমীন, তৌহিদ।

বেলাব উপজেলা-
বেলাব উপজেলায় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আযহার ও রবিউল।

Related Articles

Back to top button
close