নামাজরত মুসলমানদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা সম্পূর্ণ অমানবিক -ছাত্রসেনা
নিজস্ব প্রতিনিধি

গতকাল ফিলিস্তিনের আল আক্বসা মসজিদে নামাজরত মুসলমানদের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, ইসলামের প্রথম কিবলা আল-আকসা মসজিদে কৃত গতকাল সন্ধ্যায় ইসরায়েলি ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের অন্যতম ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পরিবারের পক্ষ হতে। আমরা মনে করি, পবিত্র রমজান মাসে মসজিদে নামাজরত নিরীহ মুসলমানদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানো সম্পূর্ণ অমানবিক কাজ। একইসাথে আমরা এই ন্যাক্কারজনক হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবেও পরিষ্কারভাবে আখ্যায়িত করতে চাই।
আমরা বিশ্বাস করি, নির্দোষ মানুষের ওপর, বিশেষত মহান আল্লাহ তা’আলার প্রার্থনাকারী ধর্মপ্রাণ মুসল্লিদের উপর সহিংসতা ও নিষ্ঠুরতা আরোপ যারা করতে চায়, তারা কখনো শান্তির পক্ষে কাজ করতে পারে না। আমরা একইসাথে ধর্মীয় মূল্যবোধকে অস্বীকারকারী ইসরায়েলি দখলদার বাহিনীর প্রতি দাবী জানাচ্ছি, মুসলমানদের অন্যতম পুণ্যস্থান আল্গাকসা মসজিদ অনতিবিলম্বে মুক্ত করুন। ফিলিস্তিনবাসীকে অবরুদ্ধতা থেকে মুক্তি দিন। নিষ্ঠুরতার বীজ আর বপন করবেন না।
We, Bangladesh Islami Chattrasena, one of the major student forces of Bangladesh, Strongly condemning the attack this evening on al-Aqsa Mosque, our first Qibla. It is inhumane for Israel to target innocents praying during Holy Ramadan.
We think, The attack on the group of worshippers in Al-Aqsa Mosque tonight is a clear state terror. Whoever sows violence and cruelty over innocenct people, specially worshippers of Almighty Allah, cannot reap peace and tranquility.
We demand to the Israeli occupation forces, which don’t respect any religious values during the holy month of Ramadan, to leave Al-Aqsa mosque immediately,”