পটিয়ায় সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিনিধি, মাহমুদুর রহমান

আজ ৮ মে (শনিবার) পটিয়া থানার মোড়ে বা’দে আছর বিকেল ৫ টায় সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে মানবতার সেচ্ছাসেবী সংগঠন সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন।
এতে উপস্থিত ছিলেন, সেনানী ব্লাড ডোনার এসোসিয়েশন এর উপদেষ্টা নুরের রহমান রণি, কেন্দ্রীয় পরিষদ এর অর্থ সম্পাদক নুরুল আজিম শিপন, কেন্দ্রীয় সদস্য আহসান হাবিব, মোহাম্মদ নয়ন, ইসহাক প্রমুখ।
এসময় উপদেষ্টা নুরের রহমান রণি বলেন, মানবতার সেবা করার লক্ষ্যে সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন যেমনভাবে কাজ করে যাচ্ছে আগামীতে তাদের হাত ধরেই মানবতার জয় হবে।