পশ্চিম মন্দাকিনী ছাত্রসেনার ইফতার মাহফিল সম্পন্ন
সাব্বির হোসেন সাকিব, ফটিকছড়ি

পহেলা মে (শনিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পশ্চিম মন্দাকিনী শাখার ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদে শতাধিক জনতার উপস্থিতিতে অত্র শাখার সভাপতি এম. শাখাওয়াত আরমানের সুনিবিড় তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়েছে।
এতে বাদে আসর হতে সংগঠনটির মাসিক খতমে গাউসিয়া(বারবী) শরীফ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা নাজিরহাট পৌর ৩নং ওয়ার্ডের সভাপতি ছাত্রনেতা ইয়াকুব আলী বাদশা, সাধারণ সম্পাদক ছাত্রনেতা রায়হান উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম কাদেরী, মাওলানা আবু তাহের কাদেরী, হাফেজ জয়নাল আবেদীন, শাখার সাবেক সভাপতি নাঈম উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
পরে মহান মে দিবসকে কেন্দ্র করে সকল শ্রমিকদের জন্য এবং দেশ ও প্রবাসী বাঙ্গালীদের জন্য বিশেষভাবে দোয়া মোনাজাত করা হয়।