পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতিই ইসলামের মূল শিক্ষা

প্রেস বিজ্ঞপ্তি

ছনহরা ইউনিয়নে ছাত্রসেনার কাউন্সিল ও ইফতার সন্ধ্যায় বক্তারা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ছনহরা ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার ইফতার সন্ধ্যা ও কাউন্সিল গতকাল (২৯ এপ্রিল) শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সহ সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সজীবুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ জিলানী, উদ্বোধক ছিলেন ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ জমির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনা পটিয়া সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. নাজমুল হক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি ইয়াসিন আরাফাত।

এসময় বক্তারা বলেন, পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতিই ইসলামের মূল শিক্ষা। তাই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিই পারে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে।

এসময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রসেনার সিনিয়র সহ সভাপতি সাইফুদ্দিন রিয়াদ, সহ সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক এরশাদুল ইসলাম প্রমুখ।

পরে সকলের সর্বসম্মতিক্রমে আজাদ হোসেনকে সভাপতি, হাসানুল করিমকে সাধারণ সম্পাদক ও সজীবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ছনহরা ইউনিয়ন ১নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close