ফটিকছড়ির সমিতিরহাটে ছাত্রসেনার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মিজানুর রহমান মুুন্না, ফটিকছড়ি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী ২১শে জানুয়ারী সকাল ১০টায় সমিতিরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি হাফেয ফরহাদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জালালী।
ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুুন্না’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি নাজিম খাঁন মেম্বার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক নুরুল আবছার, ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান বাবর, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, যুবসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাবেক সহ- সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দীন রিমন, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাবেক সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রসেনার ৪২বছরের নিষ্কলুষ পথচলায় জাতিকে একটি আদর্শিক প্রজন্ম উপহার দিতে সক্ষম হয়েছে,তাই ছাত্রসমাজকে আদর্শিক ছাত্র রাজনীতির বিকাশে ছাত্রসেনার শামিয়ানায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু তাহের, কামাল উদ্দীন, নাহিদুল ইসলাম হামীম, আবদুল মান্নান, ইউসুফ রায়হান, আশরাফুল ইসলাম রিমন, এমরানুল হক রনি, নাসির উদ্দীন, আশেকুল ইসলাম, সাইফুল সাকিব প্রমুখ।