ফতেপুর ইউনিয়নে শহীদ নুরুল ইসলাম ফারুকী’র স্মরণ সভা সম্পন্ন
নিউজ ডেস্ক

ছাত্রসেনা ফতেপুর ইউনিয়ন শাখা কর্তৃক শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রাহঃ) এর স্মরণ সভা সম্পন্ন।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফতেপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণ এবং মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজবী (রহঃ) স্মরণ ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) এর ৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও তার হত্যাকারীদের বিচারের দাবীতে আজ ২৭ আগষ্ট, শুক্রবার বিকাল তিনটায় ফতেপুর ইউনিয়ন ছাত্রসেনার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মুহাম্মদ মিনহাজুল আবেদীনের সভাপতিত্বে মদনহাট মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির মুহাম্মদ পারভেজ মোশাররফের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খুদ্দামুল মুসলিমিন UAE কেন্দ্রীয় পরিষদের সদস্য মুহাম্মদ আব্দুল হালিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফারুকী হত্যা মামলার বিচার ইসলামী ফ্রন্টকে ক্ষমতায় গিয়েই করতে হবে, এই জন্যে ছাত্রসেনা ও যুবসেনাকে মাঠে ময়দানে জোড়ালো ভূমিকা রাখার আহবান করেন।

উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ আবুল হাসেম সাওদাগর, তিনি বলেন সুন্নিয়তের ময়দানে রেজভী হুজুরের অবদান অপরীসিম, হুজুরের এই অভাব সুন্নিজনতা প্রতিটা মুহুর্তে অনুভব করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মুফতি মুহাম্মদ জামাল উদ্দিন, যুবনেতা মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ সেকান্দর মিয়া, হাফেজ মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুস্তফা আলম,মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মুহাম্মদ মুছা কাজেম, হাফেজ মুহাম্মদ নাছের, মুহাম্মদ জাবেদ হোসেন, মুহাম্মদ আরমান শাহ্,হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা (দক্ষিন) এর সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ফোরকান উদ্দিন, তার বক্তব্যে তিনি শোহাদায়ে কারবালার শিক্ষাই হলো ত্যাগ, সংগঠনকে এগিয়ে নিতে সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহবান করেন।